Hours : Sun To Fri - 10AM - 04PM, Friday Closed


About Us

Welcome to School

প্রতিষ্ঠানের ইতিহাস

''''''''''''''''''''''''''''''''''''চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়,  ভোলা, বাংলাদেশ। বিদ্যালয়টি শহর থেকে সাড়ে তিন কিঃমিঃ দূরে। এই এলাকার শিশুদের শিক্ষিত করার জন্য কোন ব্যবস্থা ছিল  না। তাই স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা শিশুদের মধ্যে শিক্ষা  বিস্তারের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন।নিরক্ষরতা দূর করতে সকল মানুষ এগিয়ে আসেন। অন্যান্যদের মধ্যে প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, মাওলামা তাজুল ইসলাম, মোঃ আবু তাহের, এবিএম সিদ্দিক, আবদুল আজিজ, মোশারেফ হোসেন  প্রমুখ  উল্লেখযোগ্য। তাদের  শিক্ষার্থীদের যোগ্য শিক্ষাদানের সুযোগ দেওয়ায় তারা ১৯৮৪ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন। ফলস্বরূপ ১৯৯৩ সালে প্রধান শিক্ষক জেলার সেরা শিক্ষক হিসেবে পুরষ্কৃত হন এবং ১৯৯৬ সালে বিদ্যালয়টি জেলার সেরা স্কুল  হিসেবে পুরষ্কৃত হয়। শিক্ষার্থীদের মধ্যে উন্নত শিক্ষা প্রদানে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে থাকে।  ইতিমধ্যে স্কুলটি ব্রিটিশ কাউন্সিলের অন্তর্ভুক্ত হয়। প্রধান শিক্ষক জনাব আবু তাহের  এবং দুই সহকারী শিক্ষক জনাব আবু তাহের ও আনোয়ার পারভেজ  যুক্তরাজ্য সফর করেছিলেন। এই সময়ের মধ্যে ব্রিটিশ কাউন্সিল আন্তর্জাতিক স্কুল পুরষ্কার ও প্রদান করেছে। সহ- পাঠ্যক্রমিক কার্যকলাপের জন্য বিদ্যালয়টির সুনাম রয়েছে। প্রতি বছর স্কুলটি খেলাধূলায় অংশগ্রহনের জন্য পুরষ্কার পায়। প্রতি বছর আমাদের স্কুল আন্তর্জাতিক দিবসগুলো পালন করে। যদিও স্কুলটির নাম মুসলিম তবুও মুসলিম, হিন্দু এবং খ্রিষ্টানদের মতো বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে। কোন বর্ণগত বৈষম্য ছাড়াই তাদের শিক্ষা দেওয়া হয়।